আটপৌরে ওয়ারড্রব

আটপৌরে ওয়ারড্রব

 

তোমার গায়ে—

আজ কি রঙের সার্ট?

বিচ্ছেদের কবিতা

নাকি অনুভূতির আর্ট

হাসের ডিমরে মত হালকা নীল;

মুডের সাথে রেখে মিল,

নাকি বাদামি চেকের

মার্কস এন্ড স্পেনসর ?

শরতের ধুসরতায় আকাঁ

সেই  প্রিয় সময়ের চাকা

আমি তো জানি তোমার

ওয়ারড্রবের ইতিকথা

অভিমানে ঠাসা –

স্বপ্ন ব্হুল পাজামা

আর  পান্জাবীর

সুতোও জানে , সে ব্যাথা

শুধু রেখে দিও

যতন করে –

এক কোনে

স্মৃতির ড্রয়ারে

ভাঁজ ভাঙ্গা;

অন্তরঙ্গ এক রুমাল

তোমার শরীরের ঘ্রান মাখা ।

১৭/০৬/০৮, লন্ডন

 n_25

Leave a comment