ওয়েজ অব সিইং থেকে

তিনতরেত্তোর আঁকা সুজান্নাহ এন্ড দি এল্ডারস

তিনতরেত্তোর আঁকা সুজান্নাহ এন্ড দি এল্ডারস

নগ্ন হতে হলে সেই আবরণহীনতা দেখতে হবে অন্য কাউকে কিন্তু সেই নগ্নতা নিজের কাছে ধরা পড়বে না। কোন একটি আবরনহীন শরীরকে নৈব্যক্তিকভাবে কোন একটি বিষয় বস্তু হিসাবে দেখতে হবে নগ্ন হিসাবে চিহ্নিত হবার জন্য । ( কোন একটি বস্তু হিসাবে এর দৃশ্যমানতা বস্তু হিসাবে এর ব্যবহার্যতাকে প্ররোচিত করে) ।
আবরনহীনতা নিজেকে উন্মোচন করে । নগ্নতা প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়।

আবরনহীন হওয়া মানে সবধরনের ছদ্মবেশ পরিত্যাগ করা ।”

– জন বার্জারের ওয়েজ অব সিইং থেকে
অনুবাদ প্রচেষ্টায়
কাজী মাহবুব হাসান ও আসমা সুলতানা

 

WOS_book_2015_for_blog

 

Leave a comment