অভিমানে অভিসার

তোমাকে ভেবে আজ আমি
সুন্দরী নেফরতিতি হবো
যদি প্রতিশ্রুতি  দাও–
তবে চুলে থাকবে নীল  শাপলা
জোনাকির আলোর মতো জ্বলজ্বলে,
আমার বাহুতে তিনটি তিল কালো
সেগুলোও জ্বলবে,
কালপুরুষের কোমোরের
অলংকারের সেই তিনটি তারার মতো
যা কিনা মিশরের  সেই

তিনটি পিরামিডের মতো—
ঘোষনা করবে অসীম মহিমায়
আমার শরীরে তোমার অধিকার !

প্রিয়, যদি তুমি আজ
প্রতিশ্রুতি দাও,
তবে আমি রানি নেফরতিতি হবো
চোখে  পরবো কাজল প্রার্থনার
‍আর—
আমার  রাজ্যের সব  মন্দিরে  হবে
তুমিই এক ঈশ্বর !
আমার গালের তিলে আকাঁ‍ থাকবে
তোমার প্রতীক্ষার আয়না,
ঠিক তারি পাশে কোনো পুরোহিতো
প্যাপিরাসের পাতায় একে রাখবে
মিলন কষ্ঠি আমাদের,
প্রিয়  আমার,
যদি  কোনো
কবি না লিখে দেয়
মৃত্যুর পরে আমার  মমির গায়ে
খোদাই  করে —
কয়েক লাইন ভালোবাসার কবিতা…

‍কি লাভ
তবে নেফরতিতি হয়ে
বলো ?

২০০৮, লন্ডন

2 Replies to “অভিমানে অভিসার”

Leave a comment